Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩২, বুধবার ০৯ জুলাই ২০২৫

হিলি সীমান্তে বিএসএফের রেড এলার্ট জারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫১, ১৪ আগস্ট ২০১৯

প্রিন্ট:

হিলি সীমান্তে বিএসএফের রেড এলার্ট জারি

ঢাকা :বৃহস্পতিবার ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে বাংলাদেশ-ভারত সীমান্তে রেড এলার্ট জারি করেছে বিএসএফ। কঠোর নজরদারীর মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে হিলি সীমান্ত এলাকা। বাড়ানো হয়েছে বিএসএফের সদস্য সংখ্যাও।

এছাড়া হিলি চেকপোস্টে ক্লোজসার্কিট ক্যামেরার মাধ্যমে দুই দেশে যাতায়াতকারীদের গতিবিধি পর্যবেক্ষণ ও লাগেজ তল্লাশি করা হচ্ছে।

জানা গেছে, সম্প্রতি কাশ্মির ইস্যু নিয়ে এবং পশ্চিমবঙ্গসহ বিভিন্ন জায়গায় জঙ্গী আটকের ঘটনায় স্বাধীনতা দিবসে সম্ভাব্য নাশকতা বা হামলার আশঙ্কায় ভারতের আইনশৃংখলা বাহিনী এই রেড এলার্ট জারি করে।

ভারতের দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা আজমল শেখ ও দীপক ঘোষ জানান, স্বাধীনতা দিবসের প্রাক্কালে আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরণের কার্যক্রমে সীমান্তবাসীরা অনেক সময় ভয়ে থাকেন। কিন্তু তারপরও শান্তি বজায় রাখার লক্ষে এবং নাশকতা ঠেকাতে এই প্রদক্ষেপ ঠিক আছে।