Bahumatrik :: বহুমাত্রিক
 
২৭ আষাঢ় ১৪২৭, রবিবার ১২ জুলাই ২০২০, ৮:১০ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ঈদ জামাত


২৫ মে ২০২০ সোমবার, ১২:৫৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ঈদ জামাত

করোনার কারণে ভিন্ন আঙ্গিকে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। চলমান করোনা সংকট মোকাবেলায় সচেতনতার অংশ হিসেবে সরকারি নির্দেশনায় ঈদগাহ এর পরিবর্তে দেশের বিভিন্নস্থানে মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সচেতনতার অংশ হিসেবে সকাল থেকেই মসজিদগুলোতে চলে জীবানুণাশক দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা। সেই সঙ্গে মসজিদে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হয়।

এদিকে নামাজ শেষে সারিবদ্ধভাবে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় মুসল্লিরা একে অপরের সঙ্গে মুখে কুশলাদি বিনিময় করলেও যুগযুগ ধরে চলে আসা ভ্রাতৃত্বের বন্ধন কোলাকুলি কেউ করেননি। এরআগে করোনা থেকে মুক্তিসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ঈদের জামাতে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

জাতীয় -এর সর্বশেষ