Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৯ ১৪৩২, রোববার ১৪ সেপ্টেম্বর ২০২৫

সোমবার দেশে ফিরছেন রাষ্ট্রপতি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:২২, ৮ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

সোমবার দেশে ফিরছেন রাষ্ট্রপতি

ঢাকা : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ৮ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ৯ সেপ্টেম্বর সোমবার দেশে ফিরবেন। তিনি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য বর্তমানে লন্ডন অবস্থান করছেন।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বাসস’কে জানান, ‘রাষ্ট্রপতির দেশে ফেরার সময় পরিবর্তন হয়েছে। এখন তিনি ৮ সেপ্টেম্বরের পরিবর্তে ৯ সেপ্টেম্বর (সোমবার) দেশে ফিরবেন।’

তিনি আরো বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট সোমবার সকাল ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে দেশে ফিরবে।’
৩১ আগস্ট সকাল ৯টা ৪৫ মিনিটে আব্দুল হামিদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানযোগে লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল (রাহ) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables