Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৬ ১৪৩২, বুধবার ০২ জুলাই ২০২৫

সোমবার আজহারের মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠাবে ট্রাইব্যুনাল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৫, ১৫ মার্চ ২০২০

প্রিন্ট:

সোমবার আজহারের মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠাবে ট্রাইব্যুনাল

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যু পরোয়ানা সোমবার কারা কর্তৃপক্ষের কাছে পাঠাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অমিত কুমার দে এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, আপিল বিভাগের পূর্ণঙ্গ রায়ের কপি রোববার বিকাল পাচঁটার পরে ট্রাইব্যুনালে এসে পৌঁছায়। এ কারণে আজ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আগামীকাল সোমবার সকালে ট্রাইব্যুনালের আদেশ প্রাপ্তির পর মৃত্যু পরোয়ানা কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

রোববার বিকালে এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিলের পূর্নাঙ্গ রায় প্রকাশ হয়। রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ‘রায়ের কপি ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয়েছে।’রায় প্রকাশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘রায় প্রকাশ হওয়ার ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা না হলে ফাঁসি কার্যকরের আইনগত প্রক্রিয়া শুরু হবে।’

অন্যদিকে, এটিএম আজহারুল ইসলামের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘আমরা এখন আনুষ্ঠানিকভাবে রায়ের কপি পাইনি। রাযের কপি পেলে রিভিউ করব।’মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন আপিল বিভাগ। গত ৩১ অক্টোবর রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer