Bahumatrik :: বহুমাত্রিক
 
১১ আষাঢ় ১৪২৮, শুক্রবার ২৫ জুন ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সেনেগাল উপকূলে নৌকাডুবিতে ১৪০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু 


৩১ অক্টোবর ২০২০ শনিবার, ১২:০৪  এএম

বহুমাত্রিক ডেস্ক


সেনেগাল উপকূলে নৌকাডুবিতে ১৪০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু 

স্পেনের ক্যানারি আইল্যান্ড দিয়ে ইউরোপে যাওয়ার সময় সেনেগাল উপকূলে নৌকাডুবে ১৪০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানায়, শনিবার নৌকাটিতে আগুন ধরে যায় এবং ডুবে যায়। খবর নিউইয়র্ক টাইমসের।

নৌকায় অন্তত ২০০ অভিবাসী ছিলেন। এ ঘটনায় ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিচয় জানায়নি উদ্ধারকারীরা। হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আইওএম। 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।