১৭ জুন ২০১৬ শুক্রবার, ১২:৪১ পিএম
বহুমাত্রিক ডেস্ক
ঢাকা : মার্কিন কূটনীতিকদের একটি দল প্রেসিডেন্ট বারাক ওবামার সিরিয়া নীতির সমালোচনা করেছেন। পররাষ্ট্র দফতরের এক চ্যানেলে তারা তাদের এই মনোভাব ব্যক্ত করেন।
পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জন কিবরি বৃহস্পতিবার একথা নিশ্চিত করেছেন।
নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে যে ভিন্নমতাবলম্বীরা সিরিয়া সরকারের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।
বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।