Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩২, বুধবার ০৯ জুলাই ২০২৫

সাকিবকে মাঠে ঢুকে ফুল দেয়া সেই ভক্তের বিরুদ্ধে মামলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৩, ৭ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

সাকিবকে মাঠে ঢুকে ফুল দেয়া সেই ভক্তের বিরুদ্ধে মামলা

ঢাকা : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে মাঠে ঢুকে সাকিবকে ফুল দেয়া সেই ভক্তের বিরুদ্ধে ভীতি সঞ্চারের অভিযোগে মামলা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার রাতে বিসিবির সিকিউরিটি সুপারভাইজার আরেফিন হোসেন ইমরান বাদী হয়ে নগরীর পাহাড়তলী থানায় এই মামলা করেন। মামলায় ফয়সাল আহমেদকে একমাত্র আসামি করা হয়েছে।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মইনুর রহমান জানান, ফয়সাল আহমেদ আইন বিরুদ্ধ কাজ করেছেন। নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে তিনি মাঠে ঢুকে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিবকে ফুল দেয়ার চেষ্টা করেছেন। মূলত তার বিরুদ্ধে আইন অমান্য এবং ভীতি সঞ্চারের অভিযোগ আনা হয়েছে।

জানা যায়, নগরীর এনায়েত বাজার এলাকার বাসিন্দা ফয়সাল আহমেদ। পেশায় তিনি একজন ফুল বিক্রেতা।

বহুমাত্রিক.কম