Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, শনিবার ০৫ জুলাই ২০২৫

শ্রীপুর পৌর নির্বাচনে বিএনপির একক প্রার্থী শহীদুল্লাহ্ শহিদ

শ্রীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৫, ১৫ নভেম্বর ২০২০

প্রিন্ট:

শ্রীপুর পৌর নির্বাচনে বিএনপির একক প্রার্থী শহীদুল্লাহ্ শহিদ

গাজীপুরে আগামী শ্রীপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একক প্রার্থী হিসেবে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ শহিদকে মনোনীত করেছে স্থানীয় বিএনপি’র নেতারা।

রোববার বিকেলে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় ইয়াকুব আলী মাষ্টার টাওয়ারের তৃতীয় তলায় শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপি’র সাবেক ও বর্তমান নেতারা এ সিদ্ধান্ত নেন। এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শ্রীপুর পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট কাজী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস এম রুহুল আমিন।

এসময় আরও বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়্যা, গাজীপুর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক ডা: শফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মুনসুর মন্ডল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ শহিদ, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার ফজলুল করিম মন্ডল জুয়েল, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক, শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা, শ্রীপুর পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি নাহিন আহমেদ মোমতাজী, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এস এম আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মন্ডল, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান চঞ্চল, পৌর বিএনপি’র যুগ্ন-সম্পাদক অধ্যাপক ড. হারুন অর রশিদ সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

বহুমাত্রিক.কম