Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

শাহবাগে মুশতাকের গায়েবানা জানাজা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৭:৩৫, ২৬ ফেব্রুয়ারি ২০২১

প্রিন্ট:

শাহবাগে মুশতাকের গায়েবানা জানাজা

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কারান্তরীণ থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে শাহবাগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ অনেকে।

এদিকে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় আগামী ১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে বামপন্থী ছাত্রসংগঠনগুলো। শুক্রবার শাহবাগে সমাবেশ ও অবরোধ শেষে এ কর্মসূচি দেওয়া হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে খক মুশতাক আহমেদ কাশিমপুর কারাগারে মারা যান। তিনি র‍্যাবের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক ছিলেন। গত বছরের মে মাস থেকে গুরুতর অসুস্থ মুশতাক আহমেদ কারাবন্দি ছিলেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর।