Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩২, বুধবার ০৯ জুলাই ২০২৫

শাহজালালে বিমান উড্ডয়ন শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৪, ১৬ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

শাহজালালে বিমান উড্ডয়ন শুরু

ঢাকা : ঘন কুয়াশার কারণে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধের পর আবার চালু করা হয়েছে।বৃহস্পতিবার বিমানের উপ পরিচালক ওয়াহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বিমান কর্তৃপক্ষ থেকে জানা যায়, সকাল ৬টা থেকে ঘন কুয়াশার কারণে বিমান উঠানামা বন্ধ রাখা হয়।
এতে বিমানের সিডিউল বিপর্যয়ে পড়ার শঙ্কায় অভ্যন্তরীন রুটে এয়ারলাইন্সের ফ্লাইট সিডিউলের পরিবর্তন আনা হয়।

গতকালও একই কারণে বিমান উড্ডয়ন বন্ধ রাখা হয়।