Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৩ ১৪৩২, মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫

শান্তিতে নোবেলজয়ী জন হিউম আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৬, ৪ আগস্ট ২০২০

প্রিন্ট:

শান্তিতে নোবেলজয়ী জন হিউম আর নেই

চলে গেলেন শান্তিতে নোবেলজয়ী উত্তর আয়ারল্যান্ডের বিখ্যাত রাজনীতিবিদ জন হিউম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।সোমবার স্থানীয় সময় সকালে লন্ডনেরিতে ওয়েন মোর নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেনি তিনি।

হিউম ছিলেন সোশ্যাল ডেমোক্রেটিক এবং ১৯৭০ সালে প্রতিষ্ঠিত লেবার পার্টির (এসডিএলপি) প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। ১৯৭৯ থেকে ২০০১ সালের নভেম্বর পর্যন্ত দলটির নেতৃত্বে ছিলেন তিনি। প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে উত্তর আয়ারল্যান্ডের অন্যতম সর্বোচ্চ রাজনীতিবিদ ছিলেন হিউম। তিনি দেশটির বিভিন্ন সমস্যার সময় নতুন পরিবেশ সৃষ্টিতে সহায়তা করেছিলেন।

রাজনৈতিক সংকট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে উত্তর আয়ারল্যান্ডের আরেক রাজনৈতিক দল আলস্টার ইউনিয়নিস্ট পার্টির নেতা ডেভিড ট্রিম্বলের সঙ্গে যুগ্মভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন হিউম। গার্ডিয়ান।