Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৬ ১৪৩২, মঙ্গলবার ০১ জুলাই ২০২৫

লাইভে সানি লিওনকে শাড়ি পরালেন সালমান (ভিডিও)

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২০, ২৪ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

লাইভে সানি লিওনকে শাড়ি পরালেন সালমান (ভিডিও)

ঢাকা : বলিউড তারকা সালমান খানের অনুষ্ঠান ‘বিগ বস’র মাধ্যমেই বলিউডে পদার্পণ করেন সানি লিওন। আর সেই সুবাধেই সানির সঙ্গেও সালমানের সম্পর্কটা বেশ ভালো।

সানি অনেকবার সালমানের সঙ্গে এক ছবিতে কাজ করার কথা বলে আসছেন। সালমানও জানিয়েছেন তার আগ্রহ আছে সানিকে নিয়ে কাজ করার। কোনো এক ভালো গল্পের চমৎকার চরিত্রে তাদের একসঙ্গে দেখা যেতে পারে যেকোনো সময়।

তবে সম্প্রতি নতুন খবর নিয়ে আলোচনায় এ দুই তারকা। স্টার গিল্ড অ্যাওয়ার্ড নামের একটি লাইভ অনুষ্ঠানে সানি লিওনকে শাড়ি পরিয়ে দিলেন সালমান খান। ওই অ্যাওয়ার্ড শো-তে পুরস্কার প্রদান করতে মঞ্চে ওঠেন সালমান ও সানি লিওন। পুরস্কার প্রদান শেষে কৌতুক করেই সানিকে শাড়ি পরতে বলেন সালমান।

এসময় একটি শাড়ি নিয়ে এসে সানিকে তা পরিয়েও দেন তিনি। এ ব্যাপারে সানি লিওন বলেন, ‘একই মঞ্চে সালমান খানের সঙ্গে অবস্থান করতে পারাটা সম্মানের। আর শাড়ি পরিয়ে দেয়ার মুহূর্তটা ছিল দারুণ।’

সানিকে শাড়ি পরিয়ে তার সঙ্গে একটি নাচেও অংশ নেন সালমান। সেই নাচ বেশ বিনোদন দিয়েছে উপস্থিত দর্শকদের- দাবি সানি লিওনের।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer