Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৩০ ১৪৩২, বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫

রয়টার্সের দুই সাংবাদিকের সাজা বহাল রাখল মিয়ানমার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৬, ২৩ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

রয়টার্সের দুই সাংবাদিকের সাজা বহাল রাখল মিয়ানমার

ঢাকা : রোহিঙ্গা নিপীড়ন নিয়ে সংবাদ প্রকাশ করায় কারাবন্দী রয়টার্সের দুই সাংবাদিকের সাজার বিরুদ্ধে করা আপিল মঙ্গলবার খারিজ করে সাত বছরের সাজা বহাল রেখেছে দেশটির সর্বোচ্চ আদালত।

রয়াটার্সের ওই সাংবাদিকদ্বয় ওয়া লোন (৩২) ও কিয়াও সো ও (২৮) চলতি মাসের শুরুর দিকে সাংবাদিকতার সর্বোচ্চ পুরস্কার পুলিৎজার পান।

রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগ এনে ২০১৭ সালের ১২ ডিসেম্বর রাখাইন রাজ্য পুলিশ ওয়া লোন এবং কিয়াও সো ওকে গ্রেপ্তার করে। যদিও সে অভিযোগ তারা অস্বীকার করে আসছে।

এদিকে আনতর্জাতিক মানবাধিকার বিষয়ক বিভিন্ন সংগঠন, গণমাধ্যমের স্বাধীনতায় কাজ করা সংগঠনগুলো, জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকার প্রধান রয়টার্স সাংবাদিকদ্বয়ের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে মিয়ানমার সরকারের কাছে তাদের মুক্তি দেয়ার আহ্বন জানিয়েছেন।

এর আগে নিরপরাধ প্রমাণ করতে পর্যাপ্ত প্রমাণ হাজির করতে ওই সাংবাদিকরা ব্যর্থ হয়েছেন উল্লেখ করে চলতি বছরের ১১ জানুয়ারি তাদের আপিল খারিজ করে দেয় মিয়ানমার হাইকোর্ট।

-ইউ.এন.বি নিউজ 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables