Bahumatrik :: বহুমাত্রিক
 
২৯ চৈত্র ১৪২৭, সোমবার ১২ এপ্রিল ২০২১, ৭:৪০ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

রিসোর্টে নারীসহ আটক হেফাজতের মামুনুলকে ‘ছিনিয়ে’ নিল সমর্থকরা


০৩ এপ্রিল ২০২১ শনিবার, ০৮:৩১  পিএম

বহুমাত্রিক ডেস্ক


রিসোর্টে নারীসহ আটক হেফাজতের মামুনুলকে ‘ছিনিয়ে’ নিল সমর্থকরা

এক নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্টে স্থানীয়দের তোপের মুখে পড়া হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল হেফাজতের কর্মীরা। যদিও পুলিশ দাবি করেছে, তাকে হেফাজতে ইসলামের নেতাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই রিসোর্টে ব্যাপক ভাংচুর চালায় হেফাজতের কর্মী-সমর্থকরা। এতে রিসোর্টের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন সোনারগাঁওয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম, এসিল্যান্ড গোলাম মোস্তফা মুন্না, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি আই মোশাররফ হোসেনসহ পুলিশ কর্মকর্তারা।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি আই মোশাররফ হোসেন বলেন, ঘটনার এক পর্যায়ে তাকে হেফাজতে ইসলামের নেতাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বিকেল থেকে এক নারীসহ মামুনুল হককে ওই রিসোর্টে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় প্রশাসন, পুলিশসহ সাংবাদিককরা। 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।