Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১ ১৪৩২, শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫

রামপুরায় বাগিচারটেক বস্তিতে আগুনে ভস্মীভূত অর্ধশতাধিক ঘর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯, ১৬ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

রামপুরায় বাগিচারটেক বস্তিতে আগুনে ভস্মীভূত অর্ধশতাধিক ঘর

ঢাকা : রাজধানীর রামপুরায় বাগিচারটেক বস্তিতে, ভয়াবহ আগুনে পুড়ে গেছে অর্ধশতাধিক ঘর। শীতের রাতে খোলা আকাশের নিচে আশ্রয় নেন ক্ষতিগ্রস্থ মানুষ। ক্ষতিগ্রস্তরা বৈদ্যুতিক মিটার থেকে আগুন লাগার কথা ধারণা করা হলেও কোন কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

হঠাৎ লাগা আগুনে সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ মানুষগুলো। চোখের পলকে লেলিহান আগুন মুহূর্তেই গ্রাস করেছে তাদের আশ্রয়স্থল। ডিসেম্বরের প্রচণ্ড শীতে তাই খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে তাদের।

রোববার রাত ১টার দিকে রাজধানীর রামপুরার বাগিচারটেক বস্তির একটি ঘরে বৈদ্যুতিক মিটার থেকে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশে। এতে অর্ধশতাধিক ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। যদিও তাৎক্ষণিকভাবে আগুন লাগার কোন কারন জানাতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো. মোস্তফা মহসীন জানান, অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা চেয়েছেন স্থানীয়রা।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables