Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ শ্রাবণ ১৪২৬, মঙ্গলবার ২৩ জুলাই ২০১৯, ৪:৩৬ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

রাজেন্দ্রপুর সেনানিবাসে ৫১তম রিক্রুট ব্যাচের সমাপনী


২৮ জুন ২০১৯ শুক্রবার, ০২:০১  এএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


রাজেন্দ্রপুর সেনানিবাসে ৫১তম রিক্রুট ব্যাচের সমাপনী

গাজীপুর: গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের শহীদ সৈনিক আব্দুস সালাম প্যারেড গ্রাউন্ডে বৃহস্পতিবার  সকালে মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এমওডিসি)’র ৫১ তম রিক্রুট ব্যাচ এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ সফিকুল আহম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন। এসময় এমওডিসি সেন্টরের কমান্ড্যান্ট মেজর মোঃ মাসুদুজ্জামান খান, ঢাকা ও রাজেন্দ্রপুর সেনানিবাসের সামরিক ও বেসামরিক ব্যক্তি  ও তাদের  পরিবারবর্গ এবং রিক্রুটদের অভিভাবকগন উপস্থিত থেকে প্যারেড উপভোগ করেন।

এমওডিসি সেন্টার এন্ড  রেকর্ডস এর ৫১তম রিক্রুট ব্যাচ এর রিক্রুট মোঃ ইব্রাহিম শেখ সর্বশ্রেষ্ঠ, রিক্রুট কামরুজ্জামান ২য় শ্রেষ্ঠ  এবং রিক্রুট মোঃ শাকিল পারভেজ অস্ত্র প্রশিক্ষণে শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

প্রতিরক্ষা -এর সর্বশেষ