Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

রমনায় পহেলা বৈশাখ উদযাপন বাতিল করেছে ছায়ানট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১২, ১ এপ্রিল ২০২০

প্রিন্ট:

রমনায় পহেলা বৈশাখ উদযাপন বাতিল করেছে ছায়ানট

ঢাকা :  করোনাভাইরাসের কারণে চলমান দুর্যোগের সময়ে রমনার বটমূলে বাংলা নববর্ষ উদযাপন না করে বরং বিপন্ন দুস্থ মানুষের অন্ন যোগানোর কাজে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছায়ানট।

বুধবার সংগঠনের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির সবচেয়ে বড় প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তা পালনে দীর্ঘদিন ধরেই প্রস্তুত হচ্ছিল ছায়ানট। কিন্তু বাংলাদেশসহ গোটা বিশ্ব যখন চরম বিপর্যয়ের সম্মুখীন তখন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ত্যাগ করে দুর্গত জনগণের পাশে দাঁড়ানোকেই বেশি জরুরি মনে করছে ছায়ানট।

সেই লক্ষ্য কাজ শুরু হয় এবারের মহান স্বাধীনতা দিবসের পর থেকে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে দুস্থ, শিশু ও কর্মহীন দিনমজুরসহ দরিদ্রদের ত্রাণ সহায়তায় যুক্ত হয়েছে ছায়ানট।

সংগঠটি করোনাভাইরাস থেকে সৃষ্ট মহাসংকটের কালে ব্যক্তি পর্যায় থেকে পারিবারিক ও সামাজিকভাবে সবাইকে স্বাস্থ্যবিধি অনুযায়ী চলতে এবং নিরাপদ থাকতে ও সবাইকে নিরাপদ রাখতে অনুরোধ জানিয়েছে।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ জনসমাগম এড়াতে পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিল।