Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

যশোরে সাহিত্য নিকেতনের সংবর্ধনা অনুষ্ঠান

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫০, ১৬ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

যশোরে সাহিত্য নিকেতনের সংবর্ধনা অনুষ্ঠান

ছবি- বহুমাত্রিক.কম

দুই বাংলার সাহিত্য নিকেতন আয়োজিত শারদ কণ্ঠে কবিতা ও কলমে কবিতা উৎসব এর স্মারকপ্রাপ্ত গুণীজনদের সংবর্ধনার প্রথম পর্ব শুক্রবার যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুই বাংলার সাহিত্য নিকেতনের সম্মাননা স্মারক প্রাপ্ত বাচিকশিল্পী শ্রাবণী সুর, বাচিকশিল্পী জাহিদুল ইসলাম যাদু, কবি রাজ পথিক, মিঠুন মুখার্জী, অরুণ বর্মন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাহিত্য নিকেতনের সভাপতি বিশ্বাস মিলন আহমেদ মিলি। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস।

এছাড়াও উপস্থিতি ছিলেন, সাহিত্য নিকেতনের সহ সাধারণ সম্পাদক শিবনাথ হিমাংশু, হিসাব রক্ষক খন্দকার বাপ্পী, বাচিক শিল্পী নাজমুন নাহার রিনুসহ আরো একাধিক শিল্পী।

সাহিত্য নিকেতনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables