Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২২ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

যশোরে ভৈরব নদের পানি প্রবাহের পথ পরিদর্শন

কাজী রকিবুল ইসলাম, যশোর

প্রকাশিত: ২০:০১, ২০ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

যশোরে ভৈরব নদের পানি প্রবাহের পথ পরিদর্শন

ভৈরব নদ ও মাথাভাঙ্গা নদীর সংযোগ স্থান ও পানি প্রবাহের পথ চুড়ান্ত করার জন্য একটি প্রতিনিধি দল সরেজমিনে এলাকা পরিদর্শন করেন। রোববার সারাদিন পরিদর্শক দল সম্ভব্য স্থানগুলি দেখেছেন ও আলোচনা করেছেন।

পরিদর্শক দলে ছিলেন, পানি উন্নয়ন বোর্ড প্রধান প্রকৌশলী (নকসা) হারুন উর রশীদ, প্রধান প্রকৌশলী খুলনা মোঃ রফিকুল্লা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুলনা মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী যশোর তৌহিদুল ইসলাম,নির্বাহী প্রকৌশলী চুয়াডাঙ্গা জাহিদ, আই ডব্লিউ এম এর অতিরিক্ত নির্বাহী পরিচালক জহিরুল হক খান ও সহযোগি বিশেষজ্ঞ নাহিদুজ্জামান, দক্ষিণপশ্চিম অঞ্চলের নদী আন্দোলনের অন্যতম নেতা ইকবাল কবির জাহিদ, দর্শনার নদী আন্দোলনের আহবায়ক আকমত আলী, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের শরীফ আগা খান প্রমুখ।

প্রসঙ্গত. যশোরের ভৈরব নদে সঠিক ভাবে পানি প্রবাহের সরকার প্রতিবছর কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও প্রকৃত পক্ষে পানি প্রবাহ হয় না। সেলক্ষ্যে ভৈরব নদ ও মাথাভাঙ্গা সংযোগ স্থল পরিদর্শন করা হয়েছে। ভৈরবের সাথে মাথাভাঙ্গা নদীর সাথে পানি প্রবাহ বন্ধ রয়েছে।

 

বহুমাত্রিক.কম