Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

যশোরে দুই মাথা এক বুকের জোড়া শিশুর জন্ম

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৪, ৬ এপ্রিল ২০২০

প্রিন্ট:

যশোরে দুই মাথা এক বুকের জোড়া শিশুর জন্ম

ছবি- বহুমাত্রিক.কম

যশোর : যশোরের শহরের একটি বেসরকারি ডায়াাগনস্টিক সেন্টারে জন্ম নিয়েছে এক বুকের দু’কন্যা শিশু। শিশু দুটির মাথা হাত পা আলাদা থাকলেও তাদের দুজনেরই বুক একটাই।

চৌগাছা উপজেলার হাকিমপু ইউনিয়নের তসবিসপুর গ্রামের উজ্জ্বল হোসেন ও খুশিদা বেগম দম্পতির ঘরে জন্ম নিয়েছে এই দু’কন্যা শিশু। শিশুদের পিতা উজ্জ্বল হোসেন জানান, শনিবার সন্ধ্যায় স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর শহরের একটি ডায়াাগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়।

এরপর জানতে পারেন তার দু’টি কন্যা সন্তান হয়েছে। কিন্তু তাদের বুক একটা। মেয়ে ও মা সুস্থ আছে। শিশু কন্যা দুটি নিয়ে এখন নিজ বাড়িতে অবস্থান করছেন। তাদেরকে দেখতে এলাকার উৎসুক মানুষেরা ভিড় করছে।

বহুমাত্রিক.কম