Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

যশোরে ‘অদৃশ্য ময়দানের লড়াই’তে আলোচনা

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৭, ৪ মে ২০১৯

প্রিন্ট:

যশোরে ‘অদৃশ্য ময়দানের লড়াই’তে আলোচনা

ছবি : বহুমাত্রিক.কম

যশোর: লেখক ও গবেষক মফিজুর রহমান রুন্নু’ এর ষষ্ঠ গ্রন্থ ‘অদৃশ্য ময়দানের লড়াই’ আলোচনা প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গ্রন্থাআলোচনায় সভাপতিত্ব করেন লেখক ও গবেষক পাভেল চৌধুরী। গ্রন্থ আলোচনা আয়োজক কমিটির পক্ষে স্বাগত বক্তব্য দেন লেখক মহিউদ্দিন মোহাম্মদ।

আলোচনায় অংশ নেন, লেখক ও গবেষক নূর মোহাম্মদ, আমজাদ হোসেন, বাম রাজনীতিবিদ আমিনুল কামাল রুমি, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদ প্রমুখ। মনোজগতে সমাজ পরিবর্তনের আকাঙ্খা জাগ্রত করার ক্ষেত্রে সংস্কৃতির যে ভূমিকা রয়েছে সে ব্যাপারে মফিজুর রহমান রুন্নুর ‘অদৃশ্য ময়দানে লড়াই’ গ্রন্থে স্পষ্ট উঠে এসেছে বলে বক্তারা উল্লেখ করেন।

বহুমাত্রিক.কম