Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩২, বুধবার ০৯ জুলাই ২০২৫

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২০, ১৯ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা : মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলীপুরায় এক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাদঁপুর জেলার হাজীগঞ্জ ইছাপুরা গ্রামের মো: মোস্তফার পুত্র জাকির হোসেন (২৪) এবং একই স্থানের মো: মান্নানের পুত্র মিরাজ (১৮)।

গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন খান জানান,চাঁদপুরগামী দুই মোটরসাইকেল আরোহী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আলীপুরায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন,দুর্ঘটনার পর আহতাবস্থায় দুই আরোহীকে স্থানীয় ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জাকির মারা যান এবং উন্নত চিকিৎসার জন্য মিরাজকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে তিনি মারা যান।