Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ ফাল্গুন ১৪২৬, মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ২০২০, ৫:০০ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২


১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার, ০২:২০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা : মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলীপুরায় এক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাদঁপুর জেলার হাজীগঞ্জ ইছাপুরা গ্রামের মো: মোস্তফার পুত্র জাকির হোসেন (২৪) এবং একই স্থানের মো: মান্নানের পুত্র মিরাজ (১৮)।

গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন খান জানান,চাঁদপুরগামী দুই মোটরসাইকেল আরোহী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আলীপুরায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন,দুর্ঘটনার পর আহতাবস্থায় দুই আরোহীকে স্থানীয় ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জাকির মারা যান এবং উন্নত চিকিৎসার জন্য মিরাজকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে তিনি মারা যান।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।