Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৩ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

মুচলেকায় জামিন মিলল টোকন ঠাকুরের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৮, ২৬ অক্টোবর ২০২০

প্রিন্ট:

মুচলেকায় জামিন মিলল টোকন ঠাকুরের

দুই হাজার টাকা মুচলেকায় মঙ্গলবার নির্বাহী হাকিম আদালতে আত্মসমর্পণের শর্তে কবি-নির্মাতা টোকন ঠাকুরের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার নিউমার্কেট থানা থেকে আদালতে নেওয়া হয় টোকন ঠাকুরকে। এরপর দুপুরে আদালতে তোলা হয়। শুনানি শেষে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন মুখ্য মহানগর হাকিম আদলত।অনুদানের টাকায় সিনেমা বানাতে না পারায় অর্থ আত্মসাৎ মামলায় রোববার রাতে নিউ এলিফ্যান্ট রোডের বাসা থেকে টোকন ঠাকুরকে গ্রেপ্তার করা হয়।

২০১১-২০১২ অর্থবছরে শহীদুল জহিরের গল্প ‘কাঁটা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের অনুমোদন পান চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর। অনুদানের ৩৫ লাখ টাকার মধ্যে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা তুলতে পেরেছেন তিনি। কিন্তু সিনেমা নির্মাণ শেষ করতে পারেননি তিনি। এরই পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে মামলা দায়ের করে তথ্য মন্ত্রণালয়।

পুলিশ জানায়, ওই মামলায় ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables