Bahumatrik :: বহুমাত্রিক
 
১০ জ্যৈষ্ঠ ১৪২৭, সোমবার ২৫ মে ২০২০, ৬:৪৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মাশরাফির অধিনায়কত্বের প্রশংসায় সৌরভ গাঙ্গুলি


০৯ জুন ২০১৯ রবিবার, ০৬:১৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


মাশরাফির অধিনায়কত্বের প্রশংসায় সৌরভ গাঙ্গুলি

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি প্রশংসা করেছেন টাইগার অধিনায়ক মাশরাফির। গত শনিবার কার্ডিফে অনুষ্ঠিত বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচে ধারাভাষ্যে ছিলেন তিনি। ম্যাচ শেষে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে টাইগারদের নিয়ে নিজের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন সৌরভ।

গাঙ্গুলি বলেন, ‘দলে গতিময় বোলারের অভাব আছে। গতিময় বোলার লাগবে। স্কোয়াডে থাকার পরও রুবেলকে না খেলানোয় বিস্মিত হয়েছি। জানি না সে কেন খেলছে না।’

টানা দুই ম্যাচ হারলেও টাইগারদের শেষ চারে খেলার আশা ছাড়েননি এই বাঙালি ক্রিকেটার। তিনি বলেন, ‘সাকিব-মাশরাফিদের এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। বাকি ম্যাচগুলো ভালো খেলতে হবে। শুধু ভালো খেললে হবে না, জিততে হবে। বাকি ছয় ম্যাচের ছয়টিতেই জিততে হবে।’

মাশরাফির প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘মাশরাফি অনেক ভালো একজন অধিনায়ক। সে দলকে নেতৃত্ব দিয়ে অনেক দূর নিয়ে গেছে। তার অধীনে দল ভালো খেলে।’

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।