Bahumatrik :: বহুমাত্রিক
 
১০ জ্যৈষ্ঠ ১৪২৭, সোমবার ২৫ মে ২০২০, ১০:০৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মশা মারতে দ্রুত ওষুধ আনার নির্দেশ


০১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার, ০৭:৪৫  পিএম

বহুমাত্রিক ডেস্ক


মশা মারতে দ্রুত ওষুধ আনার নির্দেশ

ঢাকা : এডিস মশা মারার ওষুধ দ্রুত আনতে দুই সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এক্ষেত্রে সরকারকে সার্বক্ষণিক সহযোগিতা করতে বলা হয়েছে। এছাড়া ডেঙ্গু রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে পদক্ষেপ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়।

মশা মারার কার্যকর ওষুধ চীন থেকে কে আনবে এ নিয়ে দুই দফা প্রায় তিন ঘণ্টা শুনানি হয় উচ্চ আদালতে। ডেকে পাঠানো হয় স্থানীয় সরকার বিভাগের সচিবকে।

বৃহস্পতিবার দুপুরে সচিব হাজির হয়ে আদালতকে জানান, ওষুধ আনতে হবে সিটি করপোরেশনকেই। পরে দ্রুত সিটি করপোরশনকে ওষুধ আনার নির্দেশ দেন আদালত।

সচিব বলছেন, ওষুধ আনতে সর্বোচ্চ রাষ্ট্রীয় সহযোগিতা করবে সরকার।

এদিন সিটি করপোরেশনের ভূমিকায় আবারো ক্ষোভ জানান আদালত। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সারা দেশে বিশেষ ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।