Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৮ ১৪৩২, শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুই মহিলা ক্রিকেটার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫০, ১৯ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুই মহিলা ক্রিকেটার

ঢাকা : আবারো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মহিলা দুই ক্রিকেটার। নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেটার হ্যালে জেনসেন বিয়ে করলেন অস্ট্রেলিয়ার আরেক মহিলা ক্রিকেটার নিকোলা হ্যানকককে। গতকাল এই বিয়ে সম্পন্ন হয়। তাদের বিয়ের খবর ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশ করেছে মেলবোর্ন স্টার্স।

নিউজিল্যান্ডের হয়ে ৮টি ওয়ানডে ও ২০টি টি-২০ ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী জেনসেন। এছাড়া অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ মহিলা লিগে প্রথম দুই মৌসুম মেলবোর্ন স্টার্সের হয়ে খেলেছেন তিনি। পরের মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেন এই ডান-হাতি।

অপরদিকে, অস্ট্রেলিয়ার হয়ে এখনো জাতীয় দলে খেলার সুযোগ পাননি হ্যানকক। তবে অস্ট্রেলিয়ার টি-২০ লিগে ‘টিম গ্রিনের’ হয়ে খেলে থাকেন তিনি। অস্ট্রেলিয়ার ঘরোয়া আসর ও বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা রয়েছে ২৩ বছর বয়সী হ্যানককের।

এর আগে ক্রিকেট বিশ্বে সমলিঙ্গ বিবাহের ঘটনা আরও দু’বার ঘটেছে। গেল বছর দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ড্যান ভ্যান নাইকেক বিয়ে করেন তারই সতীর্থ অলরাউন্ডার মারিজানে কাপেকে। এছাড়া ঐ বছরই নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার অ্যামি স্যাটেরর্থওয়েট ও লি তাহুদু বিয়ে করেছিলেন।
২০১৩ সালের ১৯ আগস্ট থেকে নিউজিল্যান্ডে সমলিঙ্গ বিবাহ বৈধ ঘোষণা করা হয়।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables