Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৪ ১৪৩২, সোমবার ২০ অক্টোবর ২০২৫

বার্লিনের অন্তত ৪১ স্কুলে করোনার সংক্রমণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৫, ২৪ আগস্ট ২০২০

প্রিন্ট:

বার্লিনের অন্তত ৪১ স্কুলে করোনার সংক্রমণ

জার্মান রাজধানী বার্লিনের অন্তত ৪১টি স্কুলে করোনা ছড়িয়ে পড়েছে। স্কুল খোলার দু’সপ্তাহের মধ্যে এ সংক্রমণ ছড়িয়ে পড়ে। স্থানীয় সংবাদ মাধ্যমে এ কথা বলা হয়েছে। খবর সিনহুয়ার।

প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শত শত শিক্ষার্থী ও শিক্ষক বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছে। পরিসংখ্যান থেকে জানা
গেছে বার্লিনে নিয়মিত সরকারি স্কুলের সংখ্যা ৮২৫টি। এর ৫ শতাংশ স্কুলে করোনা ছড়িয়ে পড়েছে। বাইরে থেকে স্কুলে করোনা সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বার্লিনে স্কুল পুনরায় খোলার বিষয়টি নিয়ে বিতর্ক চলছিল। অনেকেই স্কুল খুললে করোনার ঝুঁকি বাড়বে বলে আশংকা প্রকাশ করেছিলেন। কিন্তু জার্মান সরকার স্কুল খোলা অব্যাহত রাখার বিষয়টিকে অগ্রাধিকারের শীর্ষে রেখেছিল।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables