Bahumatrik :: বহুমাত্রিক
 
২৯ চৈত্র ১৪২৭, সোমবার ১২ এপ্রিল ২০২১, ৬:১৯ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বান্দরবানে সব পর্যটনকেন্দ্র ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা


৩১ মার্চ ২০২১ বুধবার, ০৭:২৬  পিএম

বহুমাত্রিক ডেস্ক


বান্দরবানে সব পর্যটনকেন্দ্র ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা

আগের যে কোনও সময়ের চেয়ে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বান্দরবানের ৭টি উপজেলার সব পর্যটন কেন্দ্র আগামী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বুধবার বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি সময় সংবাদকে  তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশে তথা বান্দরবান জেলায় করোনার প্রকোপ দ্রুত বেড়ে যাওয়ার কারণে আজ থেকে ২ সপ্তাহের জন্য জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে জেলার কোনও পর্যটন স্পটে পর্যটকরা অবস্থান গ্রহণ করতে পারবেন না। আর পর্যটক সমাগম কমে গেলে হোটেল মোটেলেও পর্যটক শূন্য থাকবে বিধায় আনুষ্ঠানিকভাবে হোটেল মোটেল বন্ধ ঘোষণা করা হয়নি।

এদিকে ওই ঘোষণার পর জেলার নাফাকুম, রেমাক্রি, তিন্দু, দেবতাকুম, বগালেক, মেঘলা, নীলাচল, চিম্বুকসহ যেসব পর্যটন স্পটে পর্যটকরা অবস্থান করছে তাদের দ্রুত পর্যটন স্পট ছেড়ে নিজ গন্তব্যে চলে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, বান্দরবানে ৭টি উপজেলায় অর্ধশত পর্যটন কেন্দ্রের পাশাপাশি শতাধিক হোটেল মোটেল রয়েছে, সরকারি এই নির্দেশনায় ফের আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন পর্যটন শিল্পের সঙ্গে জড়িতরা।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।