Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের পাশে থাকবে ভারত: রিভা গাঙ্গুলী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৯, ২৭ জুলাই ২০২০

প্রিন্ট:

বাংলাদেশের পাশে থাকবে ভারত: রিভা গাঙ্গুলী

বাংলাদেশের সাফল্যে ভারত গর্ববোধ করে উল্লেখ করে এদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেছেন, দেশ দুটির সম্পর্ক একই সংস্কৃতি, ভাষা ও ইতিহাসের মেলবন্ধনে আবদ্ধ এবং উন্নয়ন পথের সহযাত্রী।

মুক্তিযুদ্ধ থেকে আজ অবধি ভারত-বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে ছিল আগামীতেও থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশে নিযুক্ত এ হাই কমিশনার।সোমবার দুপুরে ভারত সরকারের অর্থায়নে নির্মিত নাটোর শহরের লালবাজার এলাকার জয়কালীবাড়ি মন্দিরের পুননির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

মন্দির কমিটির পক্ষে নাটোর থেকে পুরো অনুষ্ঠান সঞ্চালনা ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে সাথে নিয়ে সরাসরি উদ্বোধনে অংশ নেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারি হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টি।

এসময় অনলাইনে আরো সংযুক্ত হন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ৯৭ লাখ টাকা ব্যয়ে ভারত সরকারের অর্থায়নে মন্দিরটি পুননির্মাণ করা হয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables