Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

বনানীতে চিরনিদ্রায় শায়িত নায়ক ওয়াসিম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৪, ১৮ এপ্রিল ২০২১

আপডেট: ১৫:৫৮, ১৮ এপ্রিল ২০২১

প্রিন্ট:

বনানীতে চিরনিদ্রায় শায়িত নায়ক ওয়াসিম

রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন নায়ক ওয়াসিম।রোববার বেলা ৩টার দিকে বনানী কবরস্থান মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। এর আগে রাজধানীর গুলশানের আজাদ মসজিদে বাদ জোহর ওয়াসিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

শনিবার রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রখ্যাত অভিনেতা ওয়াসিম। তিনি বেশ কিছুদিন ধরে বাসায় অসুস্থ ছিলেন।

প্রখ্যাত চিত্র পরিচালক এস এম শফীর হাত ধরে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে ওয়াসিমের। ১৯৭২ সালে শফী পরিচালিত ‘ছন্দ হারিয়ে গেল’ চলচ্চিত্রের সহকারী পরিচালক হন তিনি। এতে ছোট একটি চরিত্রে অভিনয়ও করেন।

১৯৭৪ সালে আরেক প্রখ্যাত চিত্রনির্মাতা মহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ চলচ্চিত্রে প্রথম নায়ক হিসেবে আত্মপ্রকাশ তার। 

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables