Bahumatrik :: বহুমাত্রিক
 
১৫ শ্রাবণ ১৪২৮, শনিবার ৩১ জুলাই ২০২১, ২:০৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ফের দেবে গেছে চৌধুরীঘাট বেইলি ব্রিজ, বিঘ্নিত যান চলাচল


০৭ জুলাই ২০২১ বুধবার, ১২:৪২  এএম

রাহাত আকন্দ

বহুমাত্রিক.কম


ফের দেবে গেছে চৌধুরীঘাট বেইলি ব্রিজ, বিঘ্নিত যান চলাচল

গাজীপুর: জেলার শ্রীপুরের কাওরাইদ-জৈনা সড়কের চৌধুরীঘাট বেইলি ব্রিজটি আবারো দেবে গেছে।

২৫ বছর পুরনো বেইলি সেতুটি এরমধ্যে অন্তত ১৬ বার খুলে পড়েছে। প্রতিবারই এ ধরনের ঘটনায় সেতুর দুই পাশের ২০টি গ্রামের লোকজনের সড়ক চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এটি সংস্কারে কোনো পদক্ষেপের কথা জানা যায়নি।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

অসঙ্গতি প্রতিদিন -এর সর্বশেষ