Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৬ ১৪৩২, বুধবার ০২ জুলাই ২০২৫

প্রিন্স ফিলিপের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নেওয়াদের তালিকা প্রকাশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৩, ১৬ এপ্রিল ২০২১

প্রিন্ট:

প্রিন্স ফিলিপের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নেওয়াদের তালিকা প্রকাশ

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষ কৃত্যানুষ্ঠানে অংশগ্রহণকারীর তালিকা প্রকাশ করেছে বাকিংহাম প্যালেস। এদের মধ্যে জার্মানির তিনজন আত্মীয় রয়েছেন।

অংশগ্রহণকারীদের নির্দিষ্ট পোশাক পরে শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিতে হবে। তবে সামরিক পোশাক দিতে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

ডিউক অব এডিনবরার শেষ যাত্রায় মরদেহের চারপাশে থাকবেন তার চার সন্তান প্রিন্স চার্লস, অ্যান্ড্র, এডওয়ার্ড এবং প্রিন্সেস অ্যানে। এ ছাড়া প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারিও প্রিন্স ফিলিপ থাকবেন।

শেষ কৃত্যানুষ্ঠানে করোনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব কঠোরভাবে মানার নির্দেশ দেয়া হয়েছে। মহামারির কারণে রানি দ্বিতীয় এলিজাবেথ গাড়িতে একাই বসবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer