Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ জিতলো বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৫, ১১ মার্চ ২০২০

প্রিন্ট:

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ জিতলো বাংলাদেশ

ঢাকা : সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সফরকারী জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজও নিশ্চিত করলো স্বাগতিক বাংলাদেশ। 

তামিম ইকবাল এবং লিটন দাস ওয়ানডে সিরিজে ভক্তদের চোখে লেগে থাকার মতো ব্যাটিং করেছেন। টি-২০ সিরিজের শুরুর ম্যাচে দু`জন দুর্দান্ত ব্যাটিং করেন। শেষ ম্যাচে তাই লিটন-নাঈমের ওপেনিংকে শুরুতে অনেকে পানসে ধরে নিতে পারেন। কিন্তু ভারতের বিপক্ষে দুর্দান্ত অভিষেক হওয়া নাঈম শেখও সিরিজের শেষ ম্যাচটায় সুযোগ পেয়ে দারুণ শুরু করেন।

লিটনের সঙ্গে দারুণ জুটি গড়ে জয়ের ভিত্তি তৈরি করে দেন। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে ২৫ বল হাতে রেখে ৯ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। সঙ্গে দুই ম্যাচের টি-২০ সিরিজে সফরকারীদের ধবলধোলাই করেছে বাংলাদেশ। এর আগে পূর্ণাঙ্গ সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারায় স্বাগতিকরা। এরপর মাশরাফির নেতৃত্বের শেষ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয় বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশ পার করল নিখুঁত এক সিরিজ।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables