Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

পুলিশের বিশেষ অভিযানে ৯২ কিশোর আটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১২, ১০ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

পুলিশের বিশেষ অভিযানে ৯২ কিশোর আটক

ঢাকা : পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় রাতে বখাটের উৎপাত এবং স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের আড্ডা বন্ধে একযোগে ৭টি উপজেলায় অভিযান করেছে পুলিশ। সোমবার রাত আটটার পর থেকে ৩ ঘণ্টা ধরে চলে এ অভিযান।

পিরোজপুর সদর উপজেলায় অভিযানের নেতৃত্ব দেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এ সময় পুলিশের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সুপারের নেতৃত্বে সদর উপজেলার বলেশ্বর ব্রিজ, নতুন বাস টার্মিনাল, পুরাতন বাস টার্মিনাল, কৃষ্ণচূড়া মোড় ও ক্লাব রোডে অভিযান চালিয়ে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

কিশোর গ্যাং, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ করা ও শিক্ষার্থীদের সন্ধ্যার পর পড়ার টেবিলে রাখার জন্যই এ অভিযান পরিচালন করা হয় এবং তা অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।

অভিযানে জেলার ৭টি উপজেলা থেকে ৯২ জন কিশোরকে আটকের পর অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables