Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, শনিবার ০৫ জুলাই ২০২৫

পিকেএসএফের নতুন ব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দীন আবদুল্লাহ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২৫, ১ জুলাই ২০১৯

প্রিন্ট:

পিকেএসএফের নতুন ব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দীন আবদুল্লাহ

ঢাকা : সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ সোমাবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) দশম ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন।

তিনি সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিমের স্থলাভিষিক্ত হয়ে আগামী তিন বছরের জন্যে এ দায়িত্বে নিয়োজিত হলেন।

মঈনউদ্দীন আবদুল্লাহ ১৯৮৩ সালে জনপ্রশাসনে যোগদান করে ২০১৮ সালের আগস্টে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে অবসর গ্রহণ করেন।

এর আগে তিনি গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

১৯৫৯ সালে কুমিল্লায় জন্মগ্রহণকারী মঈনউদ্দীন আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন দক্ষতা বৃদ্ধি কার্যক্রমে অংশগ্রহণ করেন। ২০১৭ সালে তিনি বাংলাদেশ স্কাউটস কর্তৃক ‘রূপালী ইলিশ’ পদকে ভূষিত হন।