Bahumatrik :: বহুমাত্রিক
 
১৪ জ্যৈষ্ঠ ১৪২৭, বৃহস্পতিবার ২৮ মে ২০২০, ১:০৪ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

নিউজিল্যান্ডে হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে গুতেরেস


১৪ মে ২০১৯ মঙ্গলবার, ০২:২৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক


নিউজিল্যান্ডে হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে গুতেরেস

জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, অনলাইনে ঘৃণামূলক কথা ‘দাবানলের মতো’ ছড়িয়ে পড়ে। জাতিসংঘ এই সংকট সমাধানে নেতৃত্ব দিবে বলে তিনি অঙ্গীকার করেন। ক্রাইস্টচার্চ মসজিদে হামলায় ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাতকালে মঙ্গলবার তিনি একথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গুতেরেস আল নূর মসজিদ পরিদর্শন করেন। গত ১৫ মার্চ একজন স্বঘোষিত শ্বেতাঙ্গ আধিপত্যবাদীর গুলিতে যে দুটি মসজিদে ৫১ জন নিহত হয় নূর মসজিদ তার একটি। হামলাকারী ফেসবুকে ঘটনাটি সরাসরি সম্প্রচার করে।

জাতিসংঘ মহাসচিব জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিষয়টি তুলে ধরতে নিউজিল্যান্ড সফরে আছেন। তবে তিনি পবিত্র রমজান মাসে সমর্থন ও সহমর্মিতা নিয়ে ক্রাইস্টচার্চের মুসলিমদের পাশেও দাঁড়াতে চান। তিনি বলেন, ‘আমি জানি যে দুঃখ, কষ্ট, বেদনা দূর করার মতো কোন সান্তনা বাক্য নেই। তবে আপনাদের প্রতি আমার ভালবাসা, সম্পূর্ণ শ্রদ্ধা জানাতেই আমি এখানে এসেছি।’

তিনি আধুনিক নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞে ক্ষতিগ্রস্তদের বলেন, ধর্মান্ধতা তুলে ধরতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করার ফলে সেখানে ‘ভয়াবহভাবে পরস্পরের প্রতি ঘৃণা ছড়িয়ে পড়ছে।’

এই পর্তুগিজ কূটনীতিক আরো বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘৃণা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আমাদেরকে অবশ্যই এটা বন্ধ করতে হবে।’
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘অনলাইন বা অফলাইন কোথাও ঘৃণামূলক বাক্যের স্থান নেই।’

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।