Bahumatrik :: বহুমাত্রিক
 
৩১ আষাঢ় ১৪২৭, বুধবার ১৫ জুলাই ২০২০, ১১:২৪ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

নাসিম হাসপাতালে ভর্তি : নমুনা সংগ্রহ


০১ জুন ২০২০ সোমবার, ০৯:৫১  পিএম

বহুমাত্রিক ডেস্ক


নাসিম হাসপাতালে ভর্তি : নমুনা সংগ্রহ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।পাশাপাশি করোনাভাইরাসের পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট পরীক্ষাগারে পাঠানো হয়েছে।-খবর ইউএনবি

মোহাম্মদ নাসিমের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় এসব তথ্য নিশ্চিত করে বলেন, শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তার বাবাকে ভর্তি করা হয়েছে।

বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিউদ্দন আহমেদের তত্তাবধানে চিকিৎসাধীন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।