Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

নাসিম হাসপাতালে ভর্তি : নমুনা সংগ্রহ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫১, ১ জুন ২০২০

আপডেট: ২১:৫২, ১ জুন ২০২০

প্রিন্ট:

নাসিম হাসপাতালে ভর্তি : নমুনা সংগ্রহ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।পাশাপাশি করোনাভাইরাসের পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট পরীক্ষাগারে পাঠানো হয়েছে।-খবর ইউএনবি

মোহাম্মদ নাসিমের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় এসব তথ্য নিশ্চিত করে বলেন, শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তার বাবাকে ভর্তি করা হয়েছে।

বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিউদ্দন আহমেদের তত্তাবধানে চিকিৎসাধীন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।