Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৪ ১৪৩২, মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫

নাইজেরিয়ায় অপহৃত কয়েকশত শিক্ষার্থী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫১, ২৬ ফেব্রুয়ারি ২০২১

প্রিন্ট:

নাইজেরিয়ায় অপহৃত কয়েকশত শিক্ষার্থী

নাইজারেরিয়ার জাম্ফারা রাজ্যের স্কুল থেকে ফের কয়েকশত শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। শুক্রবার ঐ রাজ্যের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। তবে ঠিক কতজন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে এই বিষয়ে কোন তথ্য জানান নি এই মুখপাত্র। এছাড়া এই ঐ রাজ্যের পুলিশের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলে তিনিও এই বিষয়ে মুখ খুলেননি।

গত এক সপ্তাহের মধ্যে দেশটিতে শিক্ষার্থী অপহরণের দ্বিতীয় ঘটনা। গত সপ্তাহে অজ্ঞাত বন্দুকধারীরা এক শিক্ষার্থীকে হত্যা করে এবং ৪২ জনকে অপহরণ করে। এদের মধ্যে ছিল ২৭ জন শিক্ষার্থী। তাদের এখন পর্যন্ত ছেড়ে দেওয়া হয়নি এরমধ্যেই দ্বিতীয় অপহরণের ঘটনা ঘটলো।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables