Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৩ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ থাকবে আরো তিন দিন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২১, ১৪ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ থাকবে আরো তিন দিন

দেশের বিভিন্ন অঞ্চলে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে শীতের প্রকোপ কিছুটা বেড়েছে। এমন অবস্থা আরো দু-তিন দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, কুড়িগ্রাম ও সৈয়দপুরে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। এর প্রভাব রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পড়বে। বুধবারের মতো বৃহস্পতিবারও রাজধানীর তাপমাত্রাও কমে আসবে।

গণমাধ্যমকে আবহাওয়াবিদ আফতাব উদ্দীন বলেন, দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ রয়েছে। ফলে শীত বেড়ে গেছে। এটি দু-তিন দিন স্থায়ী হতে পারে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস মতে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহটি একই এলাকা দিয়ে বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables