Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, শনিবার ০৫ জুলাই ২০২৫

দেখবো কত আর

শফীক সিংহী

প্রকাশিত: ২১:৪৪, ২৮ এপ্রিল ২০২০

প্রিন্ট:

দেখবো কত আর

হে প্রভু, দিয়েছ তো
মাত্র দুটো চোখ
দেখে-দেখে ভরে না
আমার শূন্য বুক

আরো দুটো দিতে যদি
সরাসরি পিছনে
দেখে নিতাম কত রং
জানে আদম সন্তানে।

এখনো পাকেনি মাঠের
সোনালী ফসল
কাঁচি নিয়ে নেমেছে
নব্য কামলার দল।

`করোনা` মানছে গ্রামবাংলার দিনমজুরেরা ঘরে বসে
কাঁচা ধান কাটছে ক্যামেরা নিয়ে শহুরে কামলারা এসে।

বিশ্বজুড়ে ছড়াচ্ছে চিত্র, নন্দরা করছে জাতি উদ্ধার
অবাক চোখে দেখছে বিশ্ব কাঁচা ক্ষেতকর্তনে কর্মের বাহার।

দেখবো কত আর দেখার আমার হয়না তো শেষ
হাততালি দিয়ে নেচে-নেচে এসো বলি আহা বেশ-বেশ

বহুমাত্রিক.কম