Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

দুপুরে আদালতে তোলা হবে ডা. সাবরিনাকে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫০, ২০ জুলাই ২০২০

আপডেট: ১০:৫১, ২০ জুলাই ২০২০

প্রিন্ট:

দুপুরে আদালতে তোলা হবে ডা. সাবরিনাকে

দ্বিতীয় দফা রিমান্ড শেষে আবারও আদালতে হাজির করা হবে জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে। সোমবার বেলা ১২টার দিকে তাকে মহানগর হাকিম আদালতে তোলার কথা রয়েছে।

এ নিয়ে মোট পাঁচদিন রিমান্ডে ছিলেন সাবরিনা আরিফ।

এর আগে, শুক্রবার দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে পাঠান আদালত। এদিন তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়। সাবরিনার জামিন ও রিমান্ড বাতিল চেয়ে পাঁচজন আইনজীবী দাঁড়িয়েছিলেন সেদিন।

১৫ হাজার ৪৬০টি ভুয়া কোভিড রিপোর্ট দেয়ার অভিযোগে ১২ জুলাই সাবরিনাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গ্রেফতার করা হয় স্বামী আরিফুল হকসহ বেশ কয়েকজনকে।