Bahumatrik :: বহুমাত্রিক
 
৩০ বৈশাখ ১৪২৮, বৃহস্পতিবার ১৩ মে ২০২১, ১২:১৫ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

দক্ষিণ সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন


১৬ জানুয়ারি ২০১৭ সোমবার, ০৯:৫৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


দক্ষিণ সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন

ঢাকা : দক্ষিণ সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৩ জানুয়ারি ৮৫০ জনের নতুন পদাতিক কন্টিনজেন্টের অগ্রগামী দলের প্রথম ফ্লাইটের মাধ্যমে দক্ষিণ সুদানে মোতায়ন কার্যক্রম শুরু হয়।

এর আগে গত বছরের ডিসেম্বরে জাতিসংঘ সদর দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী খুবই অল্প সময়ে বাংলাদেশ থেকে ৮৫০ জনের একটি পদাতিক কন্টিনজেন্ট দক্ষিণ সুদানে মোতায়েনের সিদ্ধান্ত গৃহিত হয়।

উল্লেখ্য, দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশন এ নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী গত ২০১১ সাল থেকে অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।