Bahumatrik :: বহুমাত্রিক
 
২ শ্রাবণ ১৪২৬, বুধবার ১৭ জুলাই ২০১৯, ১০:৪০ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

দক্ষিণ কোরিয়ায় বিশ্বের দ্রুত গতির ৫জি নেটওয়ার্ক চালু


০৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার, ০৫:৫১  পিএম

বহুমাত্রিক ডেস্ক


দক্ষিণ কোরিয়ায় বিশ্বের দ্রুত গতির ৫জি নেটওয়ার্ক চালু

ঢাকা : দক্ষিণ কোরিয়া দেশব্যাপী বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ৫জি মোবাইল নেটওয়ার্ক চালু করেছে। নির্ধারিত সময়ের দু’দিন আগেই তারা এ সেবা চালু করলো। বৃহস্পতিবার দেশটির শীর্ষ মোবাইল কোম্পানিগুলো একথা জানায়। 

খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার শীর্ষ তিন মোবাইল কোম্পানি এসকে টেলিকম, কেটি ও এলজি ইউপ্লাস বুধবার স্থানীয় সময় রাত ১১টায় তাদের ৫জি সেবা চালু করেছে। যদিও ৫ এপ্রিল এ সেবা চালু করা হবে বলে এর আগে ঘোষণা দেয়া হয়েছিল।

প্রযুক্তিতে এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়া তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি চাঙ্গা করার অংশ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে ৫জি সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, মার্কিন মোবাইল কোম্পানি ভারিজন খুব শিগগিরই তাদের ৫জি সেবা চালু করতে পারে এমন জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ার পর দক্ষিণ কোরিয়ার এসব মোবাইল কোম্পানি এক ধরনের তড়িঘড়ি করে গভীর রাতে এ সেবা চালু করলো।

এক অনুষ্ঠানে ভারিজন মোবাইল কোম্পানি নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে মার্কিন স্থানীয় সময় বুধবার শিকাগো ও মিনিয়াপোলিসে তাদের ৫জি সেবা চালু করার ঘোষণা দেয়ায় দক্ষিণ কোরিয়া এ সেবা চালু করলো।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

প্রযুক্তির সাথে -এর সর্বশেষ