Bahumatrik :: বহুমাত্রিক
 
৩ মাঘ ১৪২৭, শনিবার ১৬ জানুয়ারি ২০২১, ২:৩০ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার, ০৬:৩৫  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাকা: ক্ষমতসীন আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।সম্মেলনের প্রায় এক বছর পর এ কমিটি ঘোষণা করা হলো ৷

গত বছর নভেম্বরে অনুষ্ঠিত সম্মেলনে আবু আহমেদ মন্নাফিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করা হয় ৷

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।