Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৩ ১৪৩২, রোববার ১৯ অক্টোবর ২০২৫

ঢাকা দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ২৩ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

ঢাকা দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মাইনুদ্দিন রানাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ সংগঠনের কার্যালয়ে যুবলীগের সপ্তম কংগ্রেসের প্রস্তুতি কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়।

দক্ষিণ যুবলীগ দপ্তর সম্পাদক এমদাদ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। সভায় উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক চয়ন ইসলাম ও সদস্য সচিব হারুনর রশীদসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

৬ অক্টোবর ভোররাতে যুবলীগের নেতা সম্রাট ও তার সহযোগী এনামুল হককে কুমিল্লার মুরাদনগর থেকে আটক করে র‍্যাব। এরপর সম্রাটের তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত ওই দিন দুপুরে তার কার্যালয় কাকরাইলের ভূঁইয়া ট্রেড সেন্টারে অভিযান চালান। সেখান থেকে পিস্তল, গুলি, ইয়াবা বড়ি, বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া দুটি ক্যাঙ্গারুর চামড়া, বৈদ্যুতিক শক দেয়ার দুটি যন্ত্র ও লাঠি উদ্ধার করা হয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables