Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ে ভলিবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৮, ১৯ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

ঠাকুরগাঁওয়ে ভলিবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ছবি- বহুমাত্রিক.কম

ঠাকুরগাঁওয়ে আন্ত:স্কুল ভলিবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।শনিবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেন দেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ মো: এ্যাপোলো।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য রওশনুল হক তুষার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফ তপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম তালাশ, আয়োজক কমিটির সদস্য ও বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

নাজমুল হুদা শাহ্ মো: এ্যাপোলো বলেন, খেলাধুলার মূল কথা হল প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। স্বাস্থ্য ও মনের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে এই খেলাধুলার। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর ও পরিশীলিত। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি বাড়াতে খেলাধুলার বিকল্প নেই। খেলায় ২-০ সেটে জয়লাভ করে এসএসসি-১৯ ব্যাচ দিবা। গত ৯ সেপ্টেম্বর ১৪ টি টিম নিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables