Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৫ ১৪৩২, মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১০, ৭ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: BCCI

ঢাকা : ভাঙাচোরা দল নিয়ে ভারতকে প্রথম টি-টোয়েন্টিতে হারিয়ে আত্মবিশ্বাসে তুঙ্গে বাংলাদেশ। আর একটি ম্যাচ জিতলেই ভারতে মাটিতে প্রথমবার কোন সিরিজ জয়ের ইতিহাস গড়বে টিম টাইগার্স। সে লক্ষ্যে আজ সন্ধ্যায় সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেমেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তার আগে হয়েছে টস। কিন্ত জেতেনি সফরকারীরা। তাই অনেকটা বাধ্য হয়েছে তাদের নামতে হচ্ছে ব্যাটিংয়ে।

এরআগে গত রবিবার দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জিতেছিল ৭ উইকেটে। যে কারণে টাইগাররা তিন ম্যাচ সিরিজে এখন এগিয়ে ১-০ ব্যবধানে। আজকের ম্যাচ জিতে দলটি চাইছে এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করতে। সেটা হলেই হয়ে যাবে কিন্তু ইতিহাস।

ভারতের বিপক্ষে বারবার জয়ের দুয়ের গিয়ে শূন্য হাতে ফিরতে হচ্ছিল বাংলাদেশকে। দিল্লির জয়ে সেই গেরো কেটে গেছে। এবার নিজেদের ক্রিকেটে সাফল্যের নতুন অধ্যায় লেখার অপেক্ষায় মাহমুদল্লাহ রিয়াদরা।

বাংলাদেশ একাদশ:

সৌম্য সরকার, লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।

Walton
Walton