Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২ ১৪৩২, শনিবার ১৮ অক্টোবর ২০২৫

জায়ানের বাবার লিভারে বোমার স্প্লিন্টার পাওয়া গেছে : শেখ সেলিম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৮, ২৩ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

জায়ানের বাবার লিভারে বোমার স্প্লিন্টার পাওয়া গেছে : শেখ সেলিম

ফাইল ছবি

ঢাকা : শ্রীলংকায় ইস্টার সানডেতে রেস্তোরাঁয় বোমা হামলায় গুরুতর আহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের জামাতা মশিউল হক চৌধুরীর অস্ত্রোপচার করা হয়েছে। তার লিভারে পাওয়া গেছে বোমার স্পিল্টার।

বোমা হামলায় নিহত নাতি জায়ান চৌধুরীর জানাজাস্থল বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠ দেখতে এসে মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন শেখ সেলিম।

প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই শেখ সেলিম জানান, তার জামাতা মশিউল হক চৌধুরী এখনও শঙ্কামুক্ত নন। তবে আগের চেয়ে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ৭২ ঘণ্টা না গেলে কিছুই বলা যাবে না। মশিউল এখন শ্রীলংকার আনশ্রী সেন্ট্রাল হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

জামাতার শারীরিক অবস্থার কথা তুলে ধরে শেখ সেলিম বলেন, মশিউলের শরীর থেকে তিন লিটার রক্ত বের হয়ে গেছে। অস্ত্রোপচার করা হয়েছে। লিভারে বোমার স্প্লিন্টার পাওয়া গেছে। পাকস্থলীও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আইসিইউতে আছে। ৭২ ঘণ্টা পার না হলে কিছু বলা যাবে না। তার পায়ের যে অবস্থা তাতে এখন হাসপাতাল থেকে সরানো সম্ভব নয়।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables