Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

জাবিতে হল ত্যাগে প্রশাসনের নির্দেশ, পাল্টা হুমকি ছাত্রীদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০২১

প্রিন্ট:

জাবিতে হল ত্যাগে প্রশাসনের নির্দেশ, পাল্টা হুমকি ছাত্রীদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলের তালা ভেঙে ভেতরে অবস্থানরত ছাত্ররা সোমবার  সকাল ১০টার মধ্যে হল ত্যাগ না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অন্যদিকে, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তালা ভেঙে হলে ঢুকলেও ছাত্রীরা ঢুকতে পারেনি। ফলে সোমবার বেলা ১২টার মধ্যে হল না খুললে তালা ভেঙে ভেতরে প্রবেশের হুমকি দিয়েছে ছাত্রীরা।

রোববার দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার কিছু সংখ্যক ছাত্ররা সরকারি নির্দেশ অমান্য করে বিভিন্ন হলের তালা ভেঙে জোরপূর্বক অবস্থান নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে সোমবার সকাল ১০টার মধ্যে নিজ উদ্যোগে হল ত্যাগের নির্দেশ দিচ্ছে। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

ছাত্রীরা বলেন, সোমবার বেলা ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল খুলে না দিলে আমরা ছাত্রীদের নিয়ে তালা ভেঙে হলে প্রবেশ করবো। এছাড়া বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাল্টা কর্মসূচির ঘোষণা দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবাসিক হলে শিক্ষার্থীদের থাকার সুব্যবস্থা এবং গেরুয়া গ্যাংয়ের বিচার না করতে পারলে বিশ্ববিদ্যালয়ের সমস্ত অফিস, কোয়ার্টার, প্রক্টর ও ভিসিসহ সবার বাসায় তালা মেরে দেওয়া হবে।