Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

জাককানইবি কর্মকর্তা পরিষদের সভাপতি মামুন ও লিমন সম্পাদক 

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ১৯:৪৬, ১৫ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

জাককানইবি কর্মকর্তা পরিষদের সভাপতি মামুন ও লিমন সম্পাদক 

ছবি- বহুমাত্রিক.কম

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকতা পরিষদ নির্বাচনে সভাপতি পদে অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক পদে সেকশন অফিসার মাহমুদুল আহসান লিমন উভয়ে ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ পরবর্তী ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার প্রকৌশলী মো.হাফিজুর রহমান (পরিচালক- পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহাদুজ্জামান মো. শিবলী, যুগ্ম সম্পাদক পদে এনায়েত কবির আরিফ, সাংগঠনিক সম্পাদক পদে মশিউজ্জামান খান জছেব, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সুমন ( বিনা প্রতিদ্বন্ধিতায়), দপ্তর ও প্রচার সম্পাদক পদে মোঃ আশিক সিদ্দিকী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে যুথিকা পাল । কার্যকরী সদস্য পদে মো. রামিম আল করিম, রাধেশ্যাম, ফাতেহ উল আলম শিশির, তানভীর হাসান, দেলোয়ার হোসাইন, মোফাকখারুল ইসলাম ও মো. আল আমিন।

 

বহুমাত্রিক.কম